আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। ৬ ডিসেম্বর রবিবার দুপুরে মৃত্যুদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো.জুলফিকার আলী খাঁন । এসময় দণ্ডাদেশে আসামীকে আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।একই মামলায় ৪৪৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে আদালত।
সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ আগস্ট সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাই সুমনকে ব্যবসার দায়িত্ব না দিয়ে মামা শ্বশুরকে দায়িত্ব দেয় । এতে ছোট ভাই সুমন ক্ষুদ্ধ হয়ে সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্নকভাবে আহত করে । পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনুর মৃত্যু হয় । এই ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ আসামী সেজনুকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীরোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে একমাত্র আসামী সুমনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন (পিপি) পাবলিক প্রসিকিউটর অ্যাড.নির্মল কান্তি ভদ্র।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।