তৌকির আহাম্মেদ হাসু , সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃবোরো মৌসুমকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ব্যস্ততম সড়কের পাশে বসেছে শ্রমজীবীদের শ্রম বিক্রির হাট। শ্রম বিক্রি করতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সমাগত হয়। শ্রম বিক্রি করতে আসা কেউ কেউ বসে আছেন। গল্প- গুজব করছেন। আবার শ্রমজীবীদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দেয়া হয় দরকষাকষি করার জন্য।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরিষাবাডী পৌরসভার প্রাণ কেন্দ্রে আমনগর বাজারের পার্শ্বে কেএইচবি ফাইবারস লিঃ এর সামনে শতাধিক শ্রমজীবী পুরুষকে শ্রম বিক্রির হাটে দেখা গেছে।
শ্রম বিক্রি করতে আসা শ্রমিকরা আমনগর বাজার ট্রাক সমিতির সামানে প্রতি বৃহস্পতিবার ও সোমবার শত শত শ্রমিক সমবেত হয়। শ্রমিক সংগ্রহে আসা লোকদেরকে বলছেন ‘কতজন লাগবে’ ‘কী কাজ’- এমন প্রশ্ন শেষে দর কষাকষি করেন শ্রমিকরা।
এ হাটে রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, জোয়ালি, মাটি কাটার শ্রমিক,বালু ও ইট শ্রমিকসহ কৃষি কাজে অভিজ্ঞদের চাহিদা অনুযায়ী শ্রমক্রেতা মালিকের সাথে মজুরী মিটিয়ে চলে যাচ্ছেন মালিকের বাড়ীতে। শ্রমিকের থাকা ও খাওয়ার সু -ব্যবস্থা নিশ্চিত করছেন মালিক -শ্রমিকরা।
জেলার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে আসা শ্রমিক আলফাজ (৩৮)এক শ্রমিক জানান, সরিষাবাড়ীতে দীর্ঘ ৭/৮ বছর ধরে এ হাটে শ্রম বিক্রি করছি।
শ্রমিকের সন্ধানে আসা সরিষাবাড়ী উপজেলার খাগুরিয়া গ্রামের বাদশা মিয়া বলেন, শ্রমিকের থাকা ও খাওয়ার সু- ব্যবস্থা নিশ্চিত করে ৩‘শ ৫০ টাকা মজুরী চুকিয়ে ১০জন শ্রমিক নিলাম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।