আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
জামালপুরের সরিষাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে সোমবার রাত ৩টার দিকে পৌরসভার সামর্থ্য বাড়ি মোড় এলাকার মেসার্স গিয়াস পোল্ট্রি ফিডএন্ড মেডিসিন ঝালুপারা মুরগি ফার্ম এর সামনে থেকে ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সামর্থ্য বাড়ি মোড় মেসার্স গিয়াস উদ্দিন পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন ঝালুপাড়া মুরগি ফার্ম এর সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিএনজি চালকসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আরামনগর বাজারের আলাউদ্দিনের ছেলে কবির(৩২) রাখাল ঘোষ এর ছেলে বিপ্লব ঘোষ (৪০) মৃত জ্যোতিষ চন্দ্র সাহার ছেলে সবুজ সাহা (৩৭) আরামনগর বাজার হাজী বাড়ির আজিজুর রহমানের ছেলে রাজিব মিয়া (৩০) । এসময় একটি খেলনা পিস্তল, দুটি চাপাতি এবং দুটি ধারালো চাকুসহ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। সরিষাবাড়ী থানার এ এস আই হুমায়ুন কবীর সঙ্গীয় কনস্টেবল জগলুল পাশা এবং আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটকদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা হয়েছে। সরিষাবাড়ী থানার এ.এস.আই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।মামলা নং -৩ ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, ডাকাতির জন্য সমবেত ৫ ডাকাতের মধ্যে দুইজন সিএনজি থেকে দৌড়ে পালিয়ে যায়। এসময় সিএনজি চালকসহ ৪ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।