তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক এক কর্মশালা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার গ্রাম আদালতে বিচার কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। নারীরা গ্রাম আদালতে সঠিক বিচার প্রাপ্ত হওয়া। গ্রাম আদালত কীভাবে গঠিত হয়, আদালতের চেয়ারম্যান কে হবে, কোথায় এই আদালত বসবে, আদালত কী কী বিরোধ নিষ্পত্তি করতে পারবে, কার নিকট আবদেন করতে হবে এসব বিষয় নিয়ে কর্মশালায় দিনব্যাপি আলোচনা করা হয়। কর্মশালায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা কাউসার শিখা, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অনুপমা সূত্রধর, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জামালপুর জেলার সমন্বয়কারী আবু হেনা মোস্তফা, সরিষাবাড়ী উপজেলা সমন্বয়কারী মোছাঃ রুবিনা বেগম প্রমুখ। কর্মশালায় ৮টি ইউনিয়নের সংরক্ষিত ২৪জন নারী সদস্য, পৌরসভার সংরক্ষিত ৩ জন মহিলা কাউন্সিলর ও উপজেলার নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সরিষাবাড়ী উপজেলা সমন্বয়কারী মোছা: রুবিনা বেগম জানান, গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।