তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বন্যা দুর্গত ও করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনির।আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সরিষাবাড়ী পৌর সভার চর বাঙালি বাঁশতলা মোড়ে ও পঞ্চপীর গ্রামে চাল,ডাল,আলু,তৈল,চিড়া, বনফুল সেমাই,চিনি,গুড় , দুধের প্যাকেট ,খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা আওয়ামী লীগের সদস্য রমজান আলী,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,পৌর আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন,আব্দুর রাজ্জাক,মোজাম্মেল হক মুজা, পৌর কাউন্সিলর আব্দুল মালেক, ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ভুূইয়া,পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি রাশেদুজ্জামান শাহীন,৮নং ওয়ার্ড যুবলীগের মাসুদ রানা,সহ-সভাপতি এনায়েত হোসেন সবুজ,উপজেলা ছাত্র লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, ছাত্র লীগের আলমগীর হোসেন,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনির জানান, করোনা পরিস্থিতিসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে অনুপ্রাণিত হয়ে এবং তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপির অনুপ্রেরণায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমার সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।