ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা থানাধীন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া ২১ টি ল্যাপটপ উদ্ধারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার , বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬/০৩/২০২০ খ্রিঃ তারিখ হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি থাকাকালীন সময়ে খুলনা থানাধীন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব রুম থেকে hp ব্রান্ডের ২১ (একুশ) টি অত্যাধুনিক ল্যাপটপ চুরি হয়। অত্র ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন শেখ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। তার এজাহারের প্রেক্ষিতে খুলনা থানার মামলা নং-০৪, তারিখ-০৭/০৬/২০২০, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড রুজু করা হয়। ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকেই খুলনা মহানগরীর বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্পিউটার/ল্যাপটপ চুরির সংঘবদ্ধ চক্রের উপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। প্রতিনিয়ত নানা আঙ্গিকে তথ্য তালাশ অব্যাহত থাকার ধারাবাহিকতায় গত ইং ২২/০৯/২০২০ তারিখ বিশ্বস্ত সোর্স ও প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া ল্যাপটপ সম্পর্কিত তথ্য জানতে পেরে আসামী ১) মোঃ দিদারুল ইসলাম (২১), পিতা-মোঃ ওহিদ সানা, এবং ২) মোঃ রবিউল ইসলাম (২৯), পিতা-মোঃ ইদ্রিস আলী সর্দ্দার’দ্বয়কে ধৃত করে তাদের নিকট হতে দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। যাঁচাই বাছাইঅন্তে ল্যাপটপ দুটি মডেল স্কুলের চুরি যাওয়া ল্যাপটপ বলে নিশ্চিত হওয়া যায়। উক্ত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা ল্যাপটপ চুরি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করলে কেএমপি খুলনা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বাংলাদেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে অত্র ঘটনার সাথে জড়িত মুল আসামী ১) মোঃ মাহবুব খাঁ, পিতা-মৃত মান্নান, ২) মোঃ সজীব পিয়াদা (২৮), পিতা-মৃত সেন্টু পিয়াদা ও ৩) সাজু আহম্মেদ মুন্না (২৪), পিতা-মৃতঃ আক্কাস আলী’দেরকে গ্রেফতার করে। তাদের বিভিন্ন জনের নিকট থেকে বাকী ল্যাপটপগুলো উদ্ধার করা হয়। উল্লেখ্য, চুরি হওয়া ২১ টি ল্যাপটপের বাজার মূল্য ১০,০০০০০/- (দশ লক্ষ) টাকা যা শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট এর আওতায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনুকুলে দেওয়া হয়। অত্র মামলাটির তদন্ত কার্যকর অব্যাহত আছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।