মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দীর্ঘদিন সংস্কারের অভাবে পৌরসভার বেশির ভাগ রাস্তার মতো লিলির মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত এই রাস্তাটিও পড়েছিলো বেহাল দশায়। রাস্তা জুড়ে ভাঙা, গর্তযুক্ত এবং খারাপ অবস্থায় থাকায় দুর্ঘটনা এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হতো প্রায়শই।
বেশ কিছুদিন থেকেই রাস্তাটির ড্রেন নির্মাণ কাজ চলছিলো, এবার শুরু হলো রাস্তা সংস্কার কাজ।
যেহেতু এই রাস্তাটি দিনাজপুর জেলা স্টেশন এবং বাহাদুর বাজার সংলগ্ন তাই যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকে।
সাধারণত জনগণের দাবি, চলাচলের সুবিধার্থে এই রাস্তাটি যেনো টেকসই ভাবে নির্মাণ করা হয়। রাস্তার দুইপাশের ফুটপাতে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে এবং মাঝে ডিভাইডার দেয়া হয়। পাশাপাশি হকারমুক্ত এবং সৌন্দর্য বর্ধনের জন্য নতুন ইলেক্ট্রিসিটি পোল সংযোজন এবং বাতির ব্যবস্থা করা হোক।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।