আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
সারাদেশে সংখ্যালঘু নি'র্যাতনের অভিযোগ তুলে পঞ্চগড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে ৮ দফা বাস্তবায়নের দাবি তোলেন তারা।
বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হতে থাকেন সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পয়েণ্টে ঘুরে আবার কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
এসময় সারাদেশে সংখ্যালঘু নি'র্যাতন, তাদের ঘরবাড়ি ও মন্দিরে হা'মলার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুত বিচার, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, শারদীয় দুর্গাপূজায় ৫দিন ছুটিসহ ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অন্তু রায়, গকুল বর্মন, জয়তী বিশ্বাস, পঞ্চগড় জেলার সমন্বয়ক দিপু রায়, সাধব দত্ত প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।