ক্রাইম পেট্রোল ডেস্ক:
শেরপুরের শ্রীবরদীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ'র্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মো. ইউসুফ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে ওই যুবককে শেরপুর আদালতে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সদ্দিকী।
জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসা শিক্ষার্থীকে কিছুদিন ধরে ইউসুফ উত্ত্যক্ত করে আসছিলো। পরে শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফুঁসলিয়ে ইউসুফের বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধ'র্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি তার মাকে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই জনকে আসামি করে শুক্রবার শ্রীবরদী থানায় নারী নি'র্যাতন দমন ও প'র্ণগ্রাফি আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, 'মাদ্রাসা শিক্ষার্থীকে ধ'র্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ইউসুফকে আটক করা হয়েছে। ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।