মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে ৫ জন শ্রমিক নিহত এবং ৩০ জন আহত হওয়ার প্রতিবাদে ১৯ এপ্রিল সোমবার বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা প্রদান করে হুমকি ধামকি দিতে থাকে।
বাধার মুখেই বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু তার বক্তব্যে বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে মানুষ চরম বিপদের মধ্যে পড়েছে। মানুষের ঘরে খাবার নেই, হাতে টাকা নেই। বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। সরকার বেতন আদায়ের ব্যবস্থা না করে মালিকের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন দমন করার জন্য পুলিশকে দিয়ে গুলি চালিয়ে ৫ জন শ্রমিককে খুন করেছে, ৩০ জনকে আহত করেছে। আমরা বামজোট রংপুর জেলার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, নিহত শ্রমিকদের পরিবারকে জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণের জোর দাবি জানাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।