আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে এক বাড়ির ফ্রিজ থেকে তিন কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বুড়িগোয়ালিনী স্টেশন বন বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে ইয়াছিন আলীর বাড়ি থেকে এসব মাংস উদ্ধার করেন।
বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে সিপিজির ৮ জন সদস্য নিয়ে ইয়াছিন আলীর বাড়িতে অভিযান চালানো হয় এবং ফ্রিজে রক্ষিত সাড়ে তিন কেজি হরিণের মাংস উদ্ধার হয়। তবে, এসময় ওই বাড়িতে কেউ ছিল না।'
তিনি আরো জানান, 'হরিণের মাংস উদ্ধারের ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে ওই গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।