দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোণার পূর্বধলা সীমান্তবর্তী বাণিজ্যিক এলাকা শ্যামগঞ্জে অ'গ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে।
বুধবার দুপুরে ময়মনসিংহ -নেত্রকোণা মহাসড়কের পূর্বধলার অংশের শ্যামগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আ'গুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, বুধবার দুপুরে শ্যামগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহর তুলার দোকান থেকে আ'গুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আ'গুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী হুমায়ূন কবিরের সার-বীজের দোকানে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস টিমের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টার প্রচেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান,অ'গ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর মধ্যে হুমায়ুন কবিরের ২০ লাখ ও আব্দুল্লাহর ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আব্দুর রাফি জানান, 'শর্টসার্কিট থেকে আ'গুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আ'গুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।