
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের বড় ছেলে দরিচর পোস্ট অফিসের সাবেক পোস্ট মাস্টার আব্দুর রাজ্জাক সরকার আজ রাত ৮ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর ।
তিনি সাংবাদিক অ্যাড. মো. শফিকুল ইসলাম পলাশের বাবা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোতালেব সরকারের বড় ভাই।তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি , আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখেছেন।
গত কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার ক্রমাবনতিতে আজ শুক্রবার ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি পৌঁছার কিছুক্ষণের মধ্যেই (রাত ৮ টায়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল শনিবার সকাল ১১ টায় দরিচর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।