ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় ৭ বছরের শিশু বলাৎকার করার অভিযোগে রাজু নামের এক যুবককে চুল কেটে জুতার মালা গলায় দিয়ে ঘুরিয়েছে গ্রামবাসী। পরে তাকে গনপিটুনি দিয়ে বেঁধে রাখা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পৌরসভার শ্যামপুর গ্রামে। শিশুটির বাবা দুদু মিয়া জানান, মঙ্গলবার দুপুরে শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বখাটে ছেলে রাজু তার ৭ বছরের শিশুপুত্রকে ফুসলিয়ে নিকটবর্তী মাঠে নিয়ে যায়। পরে শিশুটিকে জোর পূর্বক বলাৎকার করে রক্তাক্ত করে। স্থানীয়রা অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকাবাসি ক্ষুব্ধ হয়ে রাজুকে আটক করে গণধোলাইসহ মাথার চুল কেটে বেঁধে রাখে। বখাটে রাজু’র বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, মোবাইল ফোনে বিষয়টি তিনি জানতে পেরেছেন লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।