জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার কারণে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।
এই হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে ১২’শ হত দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ আব্দুল হাই। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার থেকে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত একে ভাইট বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে দিনব্যাপী উপজেলার দুধসর, ফুলহরি, মির্জাপুর, উমেদপুর ও ত্রিবেনী ইউনিয়নের ১২ পরিবারের মাঝে ৫ কেজি চাল ও ১ কেজি আলু দেওয়া হয়। চাল ও আলু পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো। এসময় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুবলীগ নেতা হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।