ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারী চালিত ইজিবাইক উল্টে নুরুল জোয়ার্দার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে ঘটেছে। এসময় চালকসহ আহত হয়েছে দুইজন। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আদেল উদ্দিন জোয়ার্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা রাস্তা হওয়ায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এসময় এক যাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ইজিবাইক ও যাত্রী নুরুল জোর্য়াদারের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ইজিবাইকের চালক আহত পান্নুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।