ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বালাপাড়া গ্রামের নাসির মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পি-টি-য়ে আ-হ-ত করেছে এক আনসার সদস্য। শনিবার সকালে আনসার সদস্য রবিউল ইসলাম ও তার সহযোগীরা তাকে পি-টি-য়ে আ-হ-ত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজন রাজু আহমেদ জানান, বালাপাড়া গ্রামের নাসির মোল্লা ২.৮০ শতক জমি আলাউদ্দিনের নিকট থেকে গত এক বছর আগে ক্রয় করে। ক্রয়ের পর থেকে ওই গ্রামের আনসার সদস্য রবিউল ইসলাম নিজের জমি বলে দাবি করে আসছে। পরবর্তীতে এ নিয়ে দীর্ঘদিন ধরে নাসির মোল্লা ও রবিউলের মধ্যে বি-রো-ধ চলে আসছে। জমিতে মামলা চলমান অবস্থায় রবিউলের লোকজন গত ৭ অক্টোবর ওই জমির কিছু গাছপালা কে-টে ফেললে তা নিয়ে বাক-বিতান্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে বসে মীমাংসার কথা ছিল। কিন্তু সকালে নাসির মোল্লা বাড়ির সামনের দোকানে দাঁড়িয়ে ছিল। এমতাবস্থায় আনসার সদস্য রবিউল ইসলাম তার লোকজন নিয়ে তাকে মা-র-পি-ট করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আনসার সদস্য রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি অস্বীকার করে বলেন, মা-র-পি-টে-র এ ঘটনার সাথে আমি জড়িত নই। গ্রাম্য সামাজিক কোন্দলের কারণে আমাকে জড়ানো হচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।