ঝিনাইদহ প্রতিনিধি :
শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় শৈলকুপা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ার্দ্দার নির্লজ্জ, দুর্নীতিবাজ, চেক ও রেজুলেশন জালকারী, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থী নির্যাতনকারী হিসেবে বিবেচিত। তিনি সাধারণ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। সে মামলায় শিক্ষক ও কর্মচারীরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেন বক্তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।