জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী চলছে শৈত্যপ্রবাহ। প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র শীতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে একটু উষ্ণতা দিতে প্রতিবন্ধীদের পাশে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল। শৈলকুপায় উপজেলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল এই কম্বল বিতরণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। কম্বলগুলো বিতরণ করা হয় প্রতিবন্ধীদের মাঝে। এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় ফুলহরী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্ধীরা হাজির হয়। প্রত্যেক প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত একটি করে উন্নতমানের কম্বল দেয়া হয়। অসহায় প্রতিবন্ধীরা এ কম্বল উপহার পেয়ে উৎফুল্ল হতে দেখা গেছে। এলাকার অবিভাবকরা তাদের প্রতিবন্ধী সন্তানকে কম্বল দেয়ায় চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলাপকালে চেয়ারম্যান বিপুল জানান, আমরা কিছু কম্বল উপজেলা পরিষদ থেকে পেয়েছি সেখান থেকে কিছু কম্বল প্রতিবন্ধীদের জন্য বিতরণ করা হল। আর প্রত্যেকের জন্য তেহারী খাবারের ব্যবস্থা নিজস্ব তহবিল থেকে করা হয়েছে। এ ধরনের কর্মকান্ডে একটা আলাদা ভাললাগা কাজ করে বলে ইউপি চেয়ারম্যান বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১( শৈলকুপা) আসনের এমপি আব্দুল হাই তনয়া ফারহানা উর্মী, যিনি প্রতিবন্ধীদের নিয়ে ইতিমধ্যেই শৈলকুপায় কার্যক্রম শুরু করেছেন। এসময় ইউপি সদস্যবৃন্দ, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।