ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি উপজেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ১৭ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে অন্তর্ভূক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে তারা এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলা শহীদ মিনার চত্বরে মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি আলেয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা, আয়েশা খাতুন, উপজেলা কমিটির সভাপতি ডালিম খাতুন, সাধারণ সম্পাদক করুনা রানী বিশ্বাস, সহ-সভাপতি জুলেখা খানম প্রমুখ। বক্তারা বলেন, পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার প্রতিবাদ জানিয়ে জারিকৃত পত্র অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এছাড়াও আরো বলেন, আমরা চাকুরিতে যে পদে যোগদান করেছি, সেই পদেই অবসর নিতে হচ্ছে। নেই কোনো পদোন্নতি। তৃতীয় শ্রেণির কর্মচারীদের যে গ্রেডে রাখা হয়েছে আমাদের তার থেকেও নিচে ১৭তম গ্রেডে রাখা হয়েছে। তাই অনতিবিলম্বে ১৭তম গ্রেড থেকে ১১তম টেকনিক্যাল গ্রেডে অন্তর্ভূক্তির জোর দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে সংগঠনটি কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।