ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় পিতামাতার সাথে অভিমান করে রুনা খাতুন (১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বকসিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী ওই গ্রামের আরব আলীর মেয়ে ও স্থানীয় স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতামাতার সাথে অভিমান করে রুনা। পরে বাড়ির লোকজনের চক্ষু আড়াল করে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।