ঝিনাইদহ রিপোর্টার, ঝিনাইদহঃ
স্কুলের নিয়োগকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যুগিপাড়া গ্রামে দুইপক্ষের সং'ঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রে'ফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আ'ধিপত্য বিস্তার ও স্থানীয় হাই স্কুলের নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফিরোজ আহাম্মেদ ও একই দলের পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে সং'ঘর্ষে ছয়জন আ'হত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সং'ঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রে'ফতার করা হয় ৩৩ জনকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। মামলায় শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।