ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক খদ্দের আব্দুর রাজ্জাক ও পতিতা করুনা খাতুন নামে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটক পতিতার বাড়ি ঝিনাইদেহ ও খদ্দের পুরুষের বাড়ি উপজেলার দিগনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার কবিরপুর একটি বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক পতিতা ও এক পুরুষকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে শৈলকুপা থাসার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।