ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে গরুর মালিক কৃষক উত্তম কুমারের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে উপজেলার বগুড়া ইউনিয়নের প্রতাপনগর গ্রামে। জানা যায়, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালায় কৃষক উত্তম কুমার। মশার কয়েল থেকে আগুন গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গোয়াল ঘরে থাকা ৩টি গরু পুড়ে মারা যায়। এতে গরুর মালিকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক উত্তম কুমার জানান, অভাবের সংসারে পরিবারের খরচ চালিয়ে এবং সন্তানের লেখাপডার পাশাপাশি ভবিষ্যতের কথা চিন্তা করে গরু ৩টি পালন করছিলেন তিনি। তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।