

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোতা ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়নের জনগণ। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে ওই এলাকার নানা শ্রেণি পেশার মানুষসহ ভুক্তভোগিরা অংশ নেয়।
এসময় ভুক্তভোগি ভগবাননগর গ্রামের আমিরুল ইসলাম, আনছার আলী, আদিবাসি পাড়ার লালন কুমার বিশ্বাস, বীরেন্দ্রনাথ মন্ডল, ভাটই এলাকার মকবুল মোল্লা, আসানগর গ্রামের মাজিদ মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু মোবাশ্বের এলাকার অনেকের জমির জাল দলিল করে পেশীশক্তির মাধ্যমে দখল করে নিয়েছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত মোবাশ্বের আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।