ঝিনাইদহ প্রতিনিধিঃ
গ্রামের নামে ইউনিয়ন অথচ সেই গ্রামে নেই কোনো রাস্তা-ঘাট, এমন কি ভাল কাঁচা রাস্তাও। গ্রামবাসী বর্ষাকালে কাঁদা-পানি পাড়ি দিয়ে যাতায়ত করতেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বা কোন ধরনের সরকারী বরাদ্দ কখনো জোটেনি গ্রামবাসীর কপালে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের উমেদপুর ছিল এমনই একটি গ্রাম। গ্রামটিতে ভোটার মাত্র চার’শ। কম লোকসংখ্যার কারণেই হয়তো সেখানকার বসতিদের কপালে জোটেনি কোনো পাকা রাস্তা। জনপ্রতিনিধিদের কাছেও থেকেছে উপেক্ষিত। যুগ থেকে যুগান্তর পার হয়ে গেলেও সেখানকার কৃষক, শ্রমজীবী, খেঁটে খাওয়া মানুষগুলোর যাতায়াতের জন্য হয়নি কোন পাকা রাস্তা। এমনকি ছিল না ভাল কাঁচা রাস্তাও। এমন অবহেলিত অবস্থা দেখে ব্যক্তি উদ্যোগে নয় লাখ টাকা খরচ করে গ্রামবাসীর জন্য রাস্তা করে দিলেন নিয়ামুল করিম টিপু নামে এক দানশীল ব্যক্তি। তিনি দেশের মিকা ফার্মা কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার বাড়িও উমেদপুর গ্রামে।
গ্রামবাসী জানান, প্রায় এক কিলোমিটার রাস্তা এখন পাকা হওয়ায় তাদের যাতায়াত সমস্যা মিটে গেছে। গ্রামটির বয়ঃজ্যেষ্ঠরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিয়ামুল করিম টিপুর মাটি ফাউন্ডেশনের প্রতি। গ্রামবাসী খুশি হয়ে টিপুর প্রপিতামহ হাফেজ আব্দুল করিমের নামে সড়কটির নামকরণ করেছেন। শুক্রবার বিকালে রাস্তাটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এ বিষয়ে নিয়ামুল করিম টিপু জানান, ছোট কাল থেকেই দেখে আসছি গ্রামের রাস্তাটির বেহালদশা। কিন্ত সামর্থ না থাকায় কিছু করতে পারেননি। এখন স্বাবলম্বী হওয়ায় গ্রামবাসীর জন্য রাস্তাটি করে দিলাম।
গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও মোজাব্বার আলী সাদি জানান, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ধর্ণা দিয়েও তারা কথা রাখেন নি। অথচ ভোটের সময় তারা কত মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে ইউনিয়নটির চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা তার নিজ ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে এমন রাস্তা নির্মাণের কথা জানেন না। তিনি বলেন, গ্রামটির রাস্তাটি নির্মাণ হওয়া সম্পর্কে আমাকে কিছুই জানানো হয়নি। অথচ তিনি ওই ইউনিয়নের একাধিকবার নির্বাচিত আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান। তার ছেলে শামীম হোসেন মোল্লাও ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।