মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নি'হত মাহবুব আলম হ'ত্যা মামলার আসামী মুকুল দফাদার(৫০)কে গ্রেফতার করেছে র্যাব।
৩ নভেম্বর (রবিবার) বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুকুল দফাদার সদর উপজেলার দড়িপাড়া এলাকার বদু দফাদার ওরফে মোজাম্মেল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই মিছিল চলাকালে কতিপয় দুস্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হা'মলা করে। এতে মাহবুব আলম ঘটনাস্থলেই মৃ'ত্যুবরণ করে।
এ ঘটনায় নিহতের মাতা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হ'ত্যা মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যায় আসামীরা।
উক্ত মামলা রুজুর পর র্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রোববার বিকেলে শেরপুর পৌর শহরের সোনার বাংলা বাসস্ট্যাণ্ড এলাকা থেকে মুকুল দফাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামী মুকুল দফাদারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।