মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি'র মুখোমুখী সং*ঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন নি*হত হয়েছে। গুরুতর আ*হত হয়ে হাসপাতালে ভর্তির পর অজ্ঞাত পরিচয়ে মারা গেছে আরো একজন।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার জোড়া পাম্প সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে। নি*হতরা হলেন, সিএনজিচালক লোকমান হোসেন (৩৮) অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান (৭৮),
তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহণ শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোড়া পাম্প এলাকায় পৌঁছালে মুখোমুখী সং*ঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি'র চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যায। এসময় স্থানীয়রা
গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ে অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘা*তক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। ভেঙ্গেমুচড়ে যাওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।