প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৮:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
শেরপুরে পাখি শিকারীর ‘মরদেহ’ উদ্ধার

জেলা প্রতিনিধি, (ময়মনসিংহ) :
শেরপুরের নকলায় রোপা আমনের ধান ক্ষেত থেকে শাজাহান (৫০) নামের এক পাখি শিকারীর ‘মরদেহ’ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার পুত্র।শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়া থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাজাইকাটা পুর্বপাড়া এলাকার মোসারফ হোসেন বিকেলে তার রোপা আমনের ধান ক্ষেতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ‘মরদেহ’ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।
পরে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির ‘মরদেহ’ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ‘মরদেহের’ পাশে পাখি শিকারের ‘ফাঁদ’ পাওয়া যায়। মাঝে মাঝে ওই ব্যক্তি পাখি শিকার করতে এখানে আসত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাখি শিকারের সময় সে স্ট্রোক করে ঘটনাস্থলেই ‘মৃত্যুবরণ’ করেন তিনি। পরে রাতে তার নাম পরিচয় জানা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সে পাখি শিকারী এবং পাখি শিকার করতে এসে স্ট্রোক করে। পরে সেখানেই তার ‘মৃত্যু’ হয়। এ সংক্রান্তে নকলা থানায় ‘অপমৃত্যুর’ মামলা রুজু হয়েছে। ‘মরদেহ’ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube