মিজানুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় আক্রান্ত বানভাসিদের মাঝে শুখনো ও রাান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নে আমলাতুলী,মাইটাল,নিশ্চিন্তপুর,
টিলাপাড়া এবং কুতুবাকুড়া এলাকায় বন্যায় আক্রান্ত ও পানিবন্দিদের ২শত পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলার নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটন এর সহযোগিতায় এবং শেরপুরের জাতীয় রবিন্দ্র সংগীত পরিষদ ও সজবর খিলা ব্যবসায়ীদের উদ্যোগে ২০০ পরিবারে, চিড়া, মুড়ি,মোমবাতি,গ্যাসলাইট,গুড়,
স্যালাইন,নাপা ট্যাবলেট,বিশুদ্ধ খাবার পানি,বিস্কুট, রান্নাকরা প্যাকেট খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটন, সাংবাদিক আমিরুল ইসলাম, নন্নী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল মিয়া, সজবরখিলা ব্যবসায়ী প্রতিনিধি মো. আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।