ক্রাইম পেট্রোল ডেস্ক : শেরপুর জেলার নকলা উপজেলার বাজারদী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০টি ইয়াবা বড়িসহ নূর আলম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
নূর আলম কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার মহিলা কলেজ পাড়ার সুলতান আলমের ছেলে।
জানা গেছে, ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে নকলা উপজেলার বাজারদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করেন।
র্যাবের পাবনা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল কবির তরফদার সংবাদ মাধ্যমকে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূর আলম দেশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।