মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০০বোতল ম'দসহ তিন মা'দক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
সোমবার (২৮অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে উপজেলার ডাকাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানায়, 'গোপনে সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত)রবিউল আজমের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য পুলিশ কর্তকর্তারা অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় ম'দসহ তিন কারবারিকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারদের বিরুদ্ধে মা'দক আইনে থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।