মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন ঝিনাইগাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।
ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে কাঁচা বাজারের শেডঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।
এতে ঝিনাইগাতী বণিক সমবায় সমিতি লিমিটেডের কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি মো. কামরুল হাসান কামরান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, কার্যনির্বাহী সদস্য মো. নাজমুল হক সম্রাট, মো. লিটন শেখ, মনির আহমেদ, আবুল কালাম, ব্যবসায়ী ছমির আলী মল্লিক প্রমুখ।
এর আগে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।