ঝিনাইদহ প্রতিনিধি :
শেখ কামালকে নিয়ে ফেইসবুকে কটূক্তি করায় শৈলকুপা থানা পুলিশ সুজাত হোসেন মোল্লা (২০) নামের একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার সুজাত হোসেন মোল্লা শৈলকুপার বারইপাড়া গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ঝধযৎরহ ঝঁলধঃ নামের একটি ফেইসবুক আইডিতে শেখ কামালকে কটূক্তি করে “স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত কামালের জন্ম দিনের শুভেচ্ছা দেশবাসীকে” শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট দেয়। ফেইসবুক পোস্টটি দেখার পর শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বাদী হয়ে শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২, তাং ০৬/০৮/২০২০ ইং। ধারা ২৯/৩১ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮। মামলার আসামী সুজাতকে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।