মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:
শুধু ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫০ হাজারের বেশি বলে দাবি করেছে ব্রিটেনভিত্তিক দ্য ইকোনমিস্ট। বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক সংক্রমণ বেশি বলেও জানায় তারা।
বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে সংক্রমণ খুবই দ্রুততার সাথে বাড়ছে জানিয়ে এক প্রতিবেদনে এ দাবি করেছে লন্ডনের এই সাময়িকী। বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি বলে দাবি করা হয়েছে দ্য ইকোনমিস্ট এর প্রকাশিত প্রতিবেদনে। কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে।
যদিও সরকারি হিসেবে শনিবার (৬ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। এদের প্রায় অর্ধেকই ঢাকার যার মধ্যে ৬৭ শতাংশ পুরুষ ও ৩৩ শতাংশ নারী। ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে ৩৫ জনের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৪৬ জনে গিয়ে দাঁড়িয়েছে।
ইকোনমিস্টের প্রতিবেদনে আরও বলা হয়, তিন দেশে সরকারিভাবে প্রকাশিত আক্রান্ত ও সংক্রমণের সংখ্যা অপেক্ষাকৃত অনেক কম দেখাচ্ছে। এখনো অনেক মানুষ আক্রান্ত হলেও গণনার বাইরে রয়েছেন। লকডাউন প্রত্যাহারের আগে থেকেই তা নিয়ে ভয় ছিল। এখন সেই ভয় আরও বাড়ছে।
চলমান এই ধারাবাহিকতায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দুই/তিনগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। তবে কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এই অঞ্চলে করোনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আগামী জুলাইয়ের শেষের দিকে। শুধু তাই নয়, সেই সময়ে সরকারি পরিসংখ্যানেও আক্রান্ত ৫০ লাখে পৌঁছাতে পারে এবং মৃত্যু ছাড়াতে পারে দেড় লাখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।