ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ডা*কাতির ঘটনা ঘটেছে। ডা*কাতদল প্রাইভেটকার দিয়ে পথরোধ করে দুই গরু ব্যবসায়ীকে কু*পিয়ে চার লাখ টাকা ছি*নিয়ে নিয়ে গেছে। আহত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—পাঁচ্চর এলাকার রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ান (৬৭)।
জানা গেছে, শিবচরের পাঁচ্চর এলাকা থেকে পিকআপভ্যানে করে গরু কিনতে টেকেরহাট যাচ্ছিলেন দুই ব্যবসায়ী। তারা ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার তাদের গাড়ির গতিরোধ করে। এসময় পিকআপভ্যান থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেটকারে থাকা ডা*কাতদলের চার সদস্য তাদের এলোপাতাড়ি কু*পিয়ে জ*খম করে। পরে ব্যবসায়ীদের সঙ্গে থাকা চার লাখ টাকা ছি*নিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।
আহত ব্যবসায়ী রাজন মোল্লা জানান, ‘আমরা পিকআপভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম। ঘটনাস্থলে একটি প্রাইভেটকার রাস্তায় দাঁড় করানো দেখে ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিন্তু বিষয়টি দেখার চেষ্টা করতেই চার ডা*কাত আমাদের ওপর হা*মলা চালায় এবং কু*পিয়ে আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়। ’
শিবচর থানার ওসি মো. রকিবুল হাসান জানান, 'সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।