শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টার দিকে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের কাশিপুরগ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসির সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশিকালে ২২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী দিনাজপুর জেলার বিরামপুর থানার সাগাইহাটা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও আব্দুল হানিফের স্ত্রী শরিফা বেগম(৫৫)কে গ্রেপ্তার করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার পারভেজ জানান, 'বাস তল্লাশি কালে ওই নারীর ভ্যানেটিব্যাগে ২২বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।