মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : 'পারস্পরিক সহযোগিতা ও উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই,"আলোকিত করি "এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন "শিকড় ঝিনাইগাতী" এর উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার আহম্মদ নগর ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনিস্টিউট ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শেরপুর জেলা বিএনপি'র সভাপতি এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদসদস্য মাহমুদুল হক রুবেল।
'ঝিনাইগাতী শিকড়' সংগঠন শেরপুর অফিসার্স ফোরাম ও আইসিডিডিআরবি ঢাকার যৌথ উদ্যোগে প্রায় ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ।
এই ক্যাম্প ইমেডিসিন, চক্ষু, শিশু, অর্থোপেডিক্স, গাইনী ও সার্জারি বিভাগসহ ২৫ জন ডাক্তার সেবা প্রদান করেন।
উক্ত ফ্রি হেলথ্ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. সাইফুল আমিন মুক্তা, ডা. আব্দুল করিম, ডা. খায়রুল কবীর সুষম, এবং ডা. সাদ্দাম প্রমুখ। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী উন্নত মানের কোম্পানির ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচির অফিসার্স ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
উক্ত সংগঠনের সদস্য রোস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আব্দুল করিম, ডা. সাইফুল আমিন মুক্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান ডিপ্টি, ঝিনাইগাতী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ সংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।