Rule - 98 : কোনো বাংলা বাক্যে (যোগ্যতা বা সামর্থ্য অর্থে) কর্তা কোনোকিছু করতে পারে, বলতে পারে, যেতে পারে, খেতে পারে এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ can + মূল verb -এর present form+Ext.
Or, গঠন : Sub.+ am/is/are+able to+মূল verb-এর present form+Ext.
যেমন :
আমি অঙ্কটি করতে পারি- I can do the sum.
Or, I am able to do the sum.
সে ইংরেজিতে কথা বলতে পারে- He can speak in English.
Or, He is able to speak in English.
Rule - 99 : কোনো বাংলা বাক্যে (যোগ্যতা বা সামর্থ্য অর্থে) কর্তা কোনোকিছু করতে পারে না, বলতে পারে না, যেতে পারে না, খেতে পারে না এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ cannot + মূল verb -এর present form+Ext.
Or, গঠন : Sub.+ am/is/are+not able to+মূল verb-এর present form+Ext.
যেমন:
আমি অঙ্কটি করতে পারি না- I cannot do the sum.
Or, I am not able to do the sum.
সে ইংরেজিতে কথা বলতে পারে না- He cannot speak in English.
Or, He is not able to speak in English.
Rule - 100 : কোনো বাংলা বাক্যে (যোগ্যতা বা সামর্থ্য অর্থে) কর্তা কি কোনোকিছু করতে পারে? বলতে পারে? যেতে পারে? খেতে পারে? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Can +sub.+ মূল verb -এর present form+Ext.+?
Or, গঠন : Am/Is/Are+ sub.+able to+মূল verb-এর present form+Ext.+?
যেমন:
আমি কি অঙ্কটি করতে পারি? Can I do the sum?
Or, Am I able to do the sum?
সে কি ইংরেজিতে কথা বলতে পারে? Can he speak in English?
Or, Is he able to speak in English?
Rule - 101 : কোনো বাংলা বাক্যে (যোগ্যতা বা সামর্থ্য অর্থে) কর্তা কি কোনোকিছু করতে পারে না ? বলতে পারে না? যেতে পারে না? খেতে পারে না? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Can +sub.+not+ মূল verb -এর present form+Ext.+?
Or, গঠন : Am/Is/Are+ sub.+ not able to+মূল verb-এর present form+Ext.+?
যেমন:
আমি কি অঙ্কটি করতে পারি না ? Can I not do the sum?
Or, Am I not able to do the sum?
সে কি ইংরেজিতে কথা বলতে পারে না ? Can he not speak in English?
Or, Is he not able to speak in English?
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।