Rule- 90 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে চায়, বলতে চায়,যেতে চায়, খেতে চায় এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ want to/ wants to+ মূল verb এর present form+Ext.
যেমন:
আমি তাকে সাহায্য করেতে চাই- I want to help him.
তিনি আপনার সাথে দেখা করতে চান- He wants to meet you.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে wants to এবং অন্য সকল person- এ want to বসে।
Rule- 91 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে চায় না , বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ do not/ does not +want to + মূল verb এর present form+Ext.
যেমন:
আমি তাকে সাহায্য করেতে চাই না - I do not want to help him.
তিনি আপনার সাথে দেখা করতে চান না - He does not want to meet you.
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে does not এবং অন্য সকল person-এ do not বসে।
Rule- 92 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে চায়? বলতে চায়? যেতে চায়? খেতে চায়? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Do/ Does+ sub.+ want to+ মূল verb এর present form+Ext.+?
যেমন:
আমি কি তাকে সাহায্য করেতে চাই? Do I want to help him?
তিনি কি আপনার সাথে দেখা করতে চান? Does he want to meet you?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে Does এবং অন্য সকল person- এ Do বসে।
Rule- 93 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে চায় না? বলতে চায় না? যেতে চায় না? খেতে চায় না? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Do/ Does+ Sub.+not want to+ মূল verb এর present form+Ext.?
যেমন:
আমি কি তাকে সাহায্য করেতে চাই না? Do I not want to help him?
তিনি কি আপনার সাথে দেখা করতে চান না? Does he not want to meet you?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে Does এবং অন্য সকল person- এ Do বসে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।