Rule-58 :কোনো বাংলা বাক্যে কর্তা নিজ কোনোকিছু 'ছিল' এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ was/ were+ যা ছিল তা+ Ext.
যেমন : তিনি একজন এমপি ছিলেন- He was an MP.
তারা অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছিল- They were Australian players.
Note : এক্ষেত্রে কর্তা 1st person singular এবং 3rd person singular সাথে was বসে এবং অন্য সকল person এর সাথে were বসে।
Rule-59 :কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কোনোকিছু 'ছিল না' এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ was not/ were not+ যা ছিল না তা+ Ext.
যেমন : তিনি একজন এমপি ছিলেন না- He was not an MP.
তারা অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছিল না- They were not Australian players.
Note : এক্ষেত্রে কর্তা 1st person singular এবং 3rd person singular সাথে was বসে এবং অন্য সকল person এর সাথে were বসে।
Rule-60 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু 'ছিল'? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Was/ Were+sub.+ যা ছিল তা+ Ext.+?
যেমন : তিনি কি একজন এমপি ছিলেন? Was he an MP?
তারা কি অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছিল? Were they Australian players?
Note : এক্ষেত্রে কর্তা 1st person singular এবং 3rd person singular সাথে was বসে এবং অন্য সকল person এর সাথে were বসে।
Rule-61 : কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনোকিছু 'ছিল না'? এরূপ যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Was/ Were+sub.+not+ যা ছিল না তা+ Ext.+?
যেমন : তিনি কি একজন এমপি ছিলেন না? Was he not an MP?
তারা কি অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছিল না? Were they not Australian players?
Note : এক্ষেত্রে কর্তা 1st person singular এবং 3rd person singular সাথে was বসে এবং অন্য সকল person এর সাথে were বসে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।