Rule-37: কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে থাকবে, বলতে থাকবে, যেতে থাকবে, খেতে থাকবে ইত্যাদি যুক্ত থাকলে Future continuous tense হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ shall be/ will be+ মূল verb এর শেষে ' ing' যোগ+ Ext.
যেমন:
আমি কাজটি করতে থাকব- I shall be doing the work.
সে একটি গান গাইতে থাকবে- He will be singing a song.
Note : এক্ষেত্রে কর্তা 2nd person ও 3rd person হলে will be বসে এবং 1st person হলে shall be বসে।
Rule-38 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে থাকবে না, বলতে থাকবে না, যেতে থাকবে না, খেতে থাকবে না ইত্যাদি যুক্ত থাকলে Future continuous tense এর negative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ shall not be/ will not be+ মূল verb এর শেষে ' ing' যোগ+ Ext.
যেমন:
আমি কাজটি করতে থাকব না- I shall not be doing the work.
সে একটি গান গাইতে থাকবে না- He will not be singing a song.
Note : এক্ষেত্রে কর্তা 2nd person ও 3rd person হলে will not be বসে এবং 1st person হলে shall not be বসে।
Rule-39 :কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে থাকবে? বলতে থাকবে? যেতে থাকবে?খেতে থাকবে? ইত্যাদি যুক্ত থাকলে Future continuous tense এর interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Shall / Will + sub.+ be+ মূল verb এর শেষে ' ing' যোগ+ Ext.+?
যেমন:
আমি কি কাজটি করতে থাকব? Shall I be doing the work?
সে কি একটি গান গাইতে থাকবে? Will he be singing a song?
Note : এক্ষেত্রে কর্তা 2nd person ও 3rd person হলে will বসে এবং 1st person হলে shall বসে।
Rule- 40 :কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে থাকবে না? বলতে থাকবে না? যেতে থাকবে না?খেতে থাকবে না? ইত্যাদি যুক্ত থাকলে Future continuous tense এর negative interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Shall /Will + sub.+ not be + মূল verb এর শেষে ' ing' যোগ+ Ext.+?
যেমন:
আমি কি কাজটি করতে থাকব না? Shall I not be doing the work?
সে কি একটি গান গাইতে থাকবে না? Will he not be singing a song?
Note : এক্ষেত্রে কর্তা 2nd person ও 3rd person হলে will বসে এবং 1st person হলে shall বসে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।