Rule-16 : কোনো বাংলা বাক্যে 'ধরে বা যাবত' 'হতে বা থেকে ' কর্তা কি কোনোকিছু করছে না? বলছে না? যাচ্ছে না? খাচ্ছে না? ইত্যাদি যুক্ত থাকলে Present perfect continuous tense এর negative interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Have/ Has+ Sub.+ not been+ মূল verb এর শেষে 'ing' যোগ + Ext.+?
যেমন-
আমি কি এক ঘণ্টা যাবত পড়ছি না? Have I not been reading for an hour?
সে কি পাঁচ বছর যাবত এখানে বাস করছে না? Has he not been living here for five years?
সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে না? Has it not been raining since morning?
Note : বাংলা বাক্যটিতে 'ধরে বা যাবত' থাকলে for বসে এবং 'হতে বা থেকে' থাকলে since বসে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।