দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর /২০২২)বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহিদ শাহাব উদ্দিন মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলা ও মহানগরের পূজা উদযাপন সংক্রান্ত নেতৃবৃন্দ এবং পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতি মসিক মেয়র ইকরামুল হক টিটু আসন্ন দুর্গা পুজা সুষ্ঠভাবে উদযাপনের লক্ষে নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন,মহান মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ চেতনার বাস্তয়ন ঘটেছে। প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারছে।
মতবিনিময় সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ আলী ডন, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তারসহ কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিকাশ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. রাখাল চন্দ্র সরকার, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. প্রশান্ত দাস চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।