পুঠিয়া ( রাজশাহী)।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহীর পুঠিয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃৃহস্প্রতিবা বিকেল ৫টায় উপজেলার শিবপুর বাজারে স্থানীয় এক মিলনায়তনে এ সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী মো. রেজাউল করিম।
রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনর সঞ্চালনায় সভায় সভাপতিত্বে করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট ও ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক।
বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিম্পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার,বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বুলবুল,৪ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।