আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের লিখিত নির্বাচনী ইসতেহার ঘোষণার দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে নীলফামারী আকতারুল হাবিব প্রশিক্ষণ কেন্দ্রে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, এক্টিভিস্টা-নীলফামারী। অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সরোওয়ার মানিক, দৈনিক কালের কন্ঠ জেলা প্রতিনিধি নিখিল রায় ভুবন, চিলাহাটি সামাজিক নিরীক্ষা কমিটির আহবায়ক আজাদুল হক প্রামানিক, দেশ টিভি জেলা প্রতিনিধি আব্দুল বারি, চিলাহাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী নির্মল রায়, প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেকার যুবদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা, উম্মুক্ত বাজেট, যুবকদের খাত ভিত্তিক বরাদ্দ রাখা, প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ব্যক্তিদের অগ্রাধিকার, সামাজিক নিরীক্ষা পরিচালনা করা, গ্রাম আদালত কার্যকর করা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত ও ছাত্র/ ছাত্রীদের জন্য আলাদা টয়লেট নিশ্চিত করা, প্রকৃত কৃষকের তালিকা করা, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধ, বজ্রপাতের ঝঁকি হ্রাসে তালগাছ রোপণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।