আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা >>
লায়নস ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে গোর্কণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল অ্যাণ্ড কলেজের সহযোগিতায় দিনব্যাপী নাসিরনগরে অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে গোর্কণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল এন্ড কলেজে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোঃ শরীফ।
এসময় লায়নস ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর জেলা গভর্ণর লায়ন এস কে কামরুল,জেলা ভাইস গভর্ণর লায়ন এম, এম বাশার,দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন ফারহানা বসক,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সনজিৎ কুমার দেব,গোর্কণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল অ্যাণ্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ জোবায়ের হাসান,ম্যানিজিং কমিটির সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহিন,সৈয়দ মোহাম্মদ জাকিরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রায় ৫শতাধিক অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে চোখের ছানি অপারেশনের জন্য ৬২ জনকে বাছাই করা হয়েছে।
এদিকে একইদিন সকালে গোর্কণ সৈয়দ ওয়াল্লী উল্লাহ স্কুল অ্যাণ্ড কলেজ মাঠে সাড়ে ৩ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এাণ সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল,২ কেজি আটা,১ কেজি চিড়া,১ লিটার তেল ও ১ প্যাকেট লবনসহ ওরস্যালাইন ও বিশুদ্ধ পানির ট্যাবলেট।
লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেণ্ট সৈয়দ মোঃ শরীফ জানান,লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা,শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।