মোঃআনোয়ারুলইসলাম, আদিতমারী (লালমনিরহাট) :
সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।উত্তরাঞ্চলের লালমনিরহাটের বিভিন্ন এলাকাসহ সমান্ত এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই ঘনকুয়াশা আর অত্যন্ত কনকনে ঠান্ডা বাতাস।মাঝে-মাঝে বৃষ্টিভাব, কোন কোনদিন দেখা মিলেনা আবার সূর্যের আলোর।ঘনকুয়াশা আর অত্যন্ত শীতে ইরির বীজতলায় পচন ধরে নষ্ট হয়ে যাচ্ছে,কোথাও আবার মরে গেছে।বর্তমান পরিস্থিতিতে শৈত্যপ্রবাহের কারণে ইরি চাষে খুবই চিন্তিত রয়েছে কৃষক। এছাড়াও ঘনকুয়াশা আর কনকনে শীতে অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে।আলু, টমেটো, শিম, কপি, গম ও সরিষাসহ শীতকালীন কয়েকটি ফসলের অধিক ক্ষতি হয়েছে বলে জানায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুলালী ও বারঘড়ি এলাকার কৃষক মোঃ গেন্দামিয়া হাসমত আলীসহ অনেকে।
কালীগঞ্জের গোড়ল ময়নারচওড়া গ্রামের দুলাল মিয়া, আঃরশিদসহ অনেকে জানান ,শীত উপযোগী ফসল তামাক শৈত্যপ্রবাহ আর অত্যন্ত কুয়াশার কারণেতামাক গাছে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা।বেশির ভাগ তামাক গাছের পাতা ঝামড়ে যাচ্ছে । বিশেষ করে শীতের এই মৌসুমে তামাকের কদুয়া নামক রোগের আক্রমনে আবার কোন চাষী তামাক চাষ ভেঙ্গে এর পরিবর্তে চাষ করছে অন্য ফসলের। লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমের শৈত্যপ্রবাহে ইরির বীজতলাসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি ও নষ্টের চিত্র ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।