মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব,
লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারীতে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক মেট্রিক টন পলিথিন পণ্য জব্দসহ ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১১ নভেম্বর,রোজ সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুন জান্নাত।
এই পলিথিন পণ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষিদ্ধ পণ্য উৎপাদন বন্ধের লক্ষে নিয়মিত অভিযান পরিচালনা চলমান রেখেছে বর্তমান সরকার।
আদিতমারীর দুরারকুটির কলোনি এলাকায় এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে, সারা দেশে সরবরাহ করে আসছে আজাদ হোসেন। এই ধরনের একটি গোপন সংবাদের ভিত্তিতে (১১ নভেম্বর) রোজ সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত এবং পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে দুরারকুটি কলোনিতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন তারা।এ সময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে উপস্থিত প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানার মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত জানান, 'নিষিদ্ধ পলিথিন কারখানার মালিক আজাদ হোসেনের এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই কারখানায় পলিথিন উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দ করা প্রায় এক মেট্রিক টন পলিথিন পণ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।