ক্রাইম পেট্রোল ডেস্কঃ পার্বত্য লামার আজিজ নগরে বুনোহাতির আক্রমণে হাজেরা বেগম (৪৬) নামের এক রাবার শ্রমিকের মৃত্যূ হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ৭টার দিকেেএই ইউপির পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত হাজেরা বেগম(৪৬) গরুরলোড়া পাড়ার এলাকার মো. নুরুল আলমের স্ত্রী।
স্হানীয়দের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন,ঘটনার দিন সকালে তিনি রাবার বাগানে কাজে যাওয়ার উদ্দেশে বাড়ী থেকে বের হন।এমতাবস্হায় পথে বুনোহাতির কবলে পড়ে প্রাণ হারায়। তাছাড়া বুনো হাতির দলটি এখনো এলাকায় বিরাজমান রয়েছে।সুতরাং এলাকার লোকজন আতঙ্কে আছেন বলে জানান।
এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার বলেন, হাতি দ্বারা নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।তাছাড়া হাতি তাড়াতে বনকর্মী কাজ চালাচ্ছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।